করোনার ঝুঁকি এড়াতে কেবিনে নেওয়া হচ্ছে না আল্লামা শফীকে
হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির আল্লামা শাহ আহমদ শফী’র শারীরিক অবস্থা আগে থেকে ভালো বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির। তিনি বলেন, উনার অবস্থা আগে অনেক উন্নতি হয়েছে। সবার সঙ্গে কথা বলছেন।
তবে তিনি এখনও আইসিইউতেই আছেন। করোনার ঝুঁকি এড়াতে তাকে কেবিনে নেওয়া হচ্ছে না।এর আগে আল্লামা শফীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে রবিবার (৭ জুন) রাত ৮টার দিকে চমেক হাসপাতালের আইসিইউতে তাকে ভর্তি করা হয়।
এরপর সোমবার (৮ জুন) দুপুরে হেফাজত আমিরের শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মঈনুদ্দিন রুহী বাংলা ট্রিবিউনকে বলেন, হুজুর আগে থেকে এখন অনেক সুস্থ।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়মিত উনার চিকিৎসার খোঁজ খবর নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
আহমদ শফী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন।