কড়াকড়ির কথা থাকলেও ঢিলেঢালা লকডাউন পূর্ব রাজাবাজারে

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১০ জুন ২০২০, ২৩:৩৪

অনেক কড়াকড়ির কথা থাকলেও শেষ পর্যন্ত ঢিলেঢালাভাবে পালিত হয়েছে রাজধানীর পূর্ব রাজাবাজারে প্রথম দিনের লকডাউন। বুধবার (১০ জুন) সকাল থেকে কিছুটা কড়াকড়ি দেখা গেলেও সন্ধ্যার পর মূল প্রবেশ পথ দিয়েই মানুষকে যাতায়াতের সুযোগ দিতে দেখা গেছে। সেসময় অফিস ফেরত পেশাজীবীদের লকডাউন এলাকায় প্রবেশ করতে ও বের হতে দেখা যায়।

সকাল থেকে পূর্ব রাজাবাজারের পূর্বাংশে গ্রিন রোড সংলগ্ন আইবিএ হোস্টেলের পাশের সড়কের প্রবেশ পথে বাঁশের ব্যারিকেট দেখা গেছে। কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। সড়কটিতে মানুষের উপস্থিতি ছিল খুবই কম। দিনের বেলা ভালোই কড়াকড়ি ছিল। মানুষকে প্রবেশ ও বের হতে দেওয়া হয়নি। তবে সন্ধ্যার পর তার উল্টো চিত্র দেখা যায়। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চাকুরিজীবীদের যাতায়াত করতে দেখা গেছে। দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে অফিসের আইডি কার্ড দেখিয়ে পেশাজীবীদের ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। এসময় কোনও কোনও মানুষের গায়ে জীবাণুনাশকও ছিটাতে দেখা গেছে। তবে তখন দায়িত্বপ্রাপ্ত কেউ কথা বলতে রাজি হননি।

ফরিদ উদ্দিন নামে একজন ব্যাংক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমি ব্যাংকে চাকরি করি। আইডি কার্ড দেখিয়ে সকালে বের হয়েছি। এখন আবার বাসায় যাবো। চাকরিজীবীদের তো যাতায়াত করতে দেওয়া হচ্ছে।'

যদিও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান এর আগে জানিয়েছিলেন, লকডাউন গাইড লাইন অনুযায়ী চাকুরিজীবী হোন আর যেই হোন লকডাউন এলাকা থেকে কেউ বের হতে পারবেন না এবং কেউ প্রবেশও করতে পারবেন না। সাধারণ যান চলাচল ও দোকানপাট বন্ধ থাকবে। সব কিছু হবে নিয়ন্ত্রিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে