মার্কিন ডিকশনারিতে বর্ণবাদের সংজ্ঞা পাল্টাচ্ছে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ জুন ২০২০, ২৩:৫৩

যুক্তরাষ্ট্রের শীর্ষ অভিধান ‘দ্য আমেরিকান রেফারেন্স ডিকশনারি’ হিসেবে খ্যাত মেরিয়াম-ওয়েবস্টার কর্তৃপক্ষ এক কৃষ্ণাঙ্গ তরুণীর পরামর্শে বর্ণবাদের সংজ্ঞা পুননির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। তরুণীর মতে ভিন্ন বর্ণের মানুষরা যে নিগ্রহের শিকার হন বর্তমান সংজ্ঞায় তা যথাযথভাবে প্রতিফলিত হয়নি।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ড্রেক ইউনিভার্সিটি থেকে সম্প্রতি স্নাতক সম্পন্ন করা তরুণী কেনেডি মিচাম ১৮৪৭ সাল থেকে ডিকশনারি প্রকাশ করে আসা মেরিয়াম-ওয়েবস্টার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এই শব্দের সংজ্ঞা হালনাগাদের পরামর্শ দেন। সিবিএস-কে কেনেডি মিচাম বলেন, ‘আমি মূলত তাদেরকে বলেছি, তারা যেন এখানে বিশেষ একটি গোষ্ঠীর বিরুদ্ধে পদ্ধতিগত নিগ্রহের বিষয়টি অন্তর্ভূক্ত করেন।’ ওয়েবস্টাবের ব্যবস্থাপনা সম্পাদক পিটার সোকোলোওস্কি শব্দটির সংজ্ঞা পুননির্ধারণের করা হবে বলে এএফপিকে নিশ্চিত করেছেন।

ওয়েবস্টারে এখন বর্ণবাদ শব্দটির তিনটি সংজ্ঞা রয়েছে। ব্যবস্থাপনা সম্পাদক পিটার সোকোলোওস্কি বলেন, ‘দ্বিতীয় সংজ্ঞাটির সঙ্গে কেনিডির দেওয়া প্রস্তাবিত সংশোধনীর মিল রয়েছে। কিন্তু আমরা আমাদের আগামী সংখ্যায় তা আরও স্পষ্ট করে সংজ্ঞাটি পুননির্ধারণ করার বিষয়টি নিশ্চিত করবো।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও