করোনাভাইরাস মহামারীর মধ্যে আগামী অর্থবছরের বাজেটকে ‘টিকে থাকার বাজেট’ বলে মনে করছেন অর্থনীতির গবেষক ড. নাজনীন আহমেদ। তার মতে, অনেক উন্নয়ন হয়েছে এবার উন্নয়নের গুণগত মানের দিকে নজর দিতে হবে।
উন্নয়নের যে জাহাজটি এতদিন ধরে এগিয়ে যাচ্ছিল, এই বাজেটকে সেই জাহাজের হাল ধরে রাখার বাজেট হিসেবে দেখছেন অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্ট্যাডিজের (বিআইডিএস) এই সিনিয়র রিসার্স ফেলো।করোনাভাইরাস মহামারীর কারণে অন্যান্যবারের চেয়ে সম্পূর্ণ এক ভিন্ন পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
ড. নাজনীন আহমেদ ঢাকাটাইমসকে বলেন, ‘চলমান মহামারীতে সাধারণ মানুষের খাদ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং ক্ষুদ্র-মাঝারি শিল্পের উদ্যোক্তারা যেন টিকে থাকতে পারে বাজেটে তেমন ব্যবস্থা রাখতে হবে।’
‘উন্নয়ন আমরা অনেক করেছি। এখন এই বাজেটে সময় এসেছে সেই উন্নয়নের গুনগত মানের দিকে নজর দেওয়া। আর ২০২০-২১ অর্থবছরের বাজেট হচ্ছে আমাদের টিকে থাকার বাজেট।’
আগামী অর্থবছরের বাজেট স্বাভাবিক কোনো বছরের বাজেট নয় মন্তব্য করে বিআইডিএসের এই সিনিয়র সিনিয়র রিসার্স ফেলো বলেন, ‘করোনাভাইরাসের কারনে দেশের অর্থনীতি এক অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। কাজেই টিকে থাকার এই বাজেটে উন্নয়নের যে জাহাজটি এগিয়ে যাচ্ছিল তার হাল ধরতে হবে। যেন বড় রকমের কোনো ক্ষতি না হয়।’
‘বাজেটের লক্ষ্য হওয়া দরকার আগামী একটি বছর আমাদের অর্থনীতি যেন ক্ষতি কমিয়ে টিকে থাকতে পারে। সেই দর্শনেই এই বাজেট প্রণীত হওয়া দরকার। এই ক্ষতির ক্ষেত্রে জীবনের ক্ষতি, জীবিকার ক্ষতি যেন কম হয়, উন্নয়নের ক্ষতি যেন কম হয় সেসব দিকে মনোযোগ দিতে হবে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.