![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2020May/sm/corona virus20200610153240.jpg)
দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১০ জুন ২০২০, ১৫:৩২
দিনাজপুর: করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে দিনাজপুরের বীরগঞ্জ থানায় কর্মরত এনামুল হক (৪৬) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।বুধবার (১০ জুন) ভোরে দিনাজপুর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। তার বাসা পঞ্চগড় জেলায় বলে জানা গেছে।
দিনাজপুরের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, ১০-১২ দিন আগে বীরগঞ্জ থানায় কর্মরত থাকা অবস্থায় কনস্টেবল এনামুল হক অসুস্থ হয়ে পড়েন। তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার গুরুতর হওয়ায় মঙ্গলবার মধ্যরাতে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বুধবার ভোরে তিনি মারা যান।