ইকুয়েডরে আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১০ জুন ২০২০, ১০:০৫

নদীর মতো প্রবাহিত উত্তপ্ত লাল লাভা এবং আকাশে কালো ছাই মেঘ—মঙ্গলবার থেকেই ইকুয়েডরে এই দৃশ্য দেখা যাচ্ছে। মূল ঘটনা হলো, লাতিন আমেরিকার দেশটির একটি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। গত একদিনে এই অগ্নুৎপাতের মাত্রা মারাত্মক আকারে বৃদ্ধি পেয়েছে।

গুইয়াকুইলসহ বেশি কয়েকটি উপকূলীয় শহরে ছড়িয়ে পড়েছে ছাই ও ধোঁয়া। আগ্নেয়গিরিটি দুর্গম অঞ্চলে হওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

এক বছরেরও বেশি সময় ধরে আগ্নেয়গিরিটিতে মৃদু অগ্নুৎপাত হচ্ছিল। সম্প্রতি আগ্নেয়গিরিটির লাভা নদীর মতো প্রবাহিত হতে হতে অন্ধকার হয়ে গেছে আশেপাশের কয়েকটি এলাকা। রানওয়ের ছাই পরিষ্কার করার কারণে বিমান চলাচল বন্ধ রয়েছে স্থানীয় বিমানবন্দরে। অঞ্চলটিতে করোনা প্রাদুর্ভাব কিছুটা কমে এলেও এই অগ্নুৎপাতের কারণে স্বাস্থ্যখাত ঝুঁকিতে পড়বে বলে শঙ্কা বিশেষজ্ঞদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও