ভুয়া স্বামী পরিচয়ে মৃত মুক্তিযোদ্ধার ভাতা নেন তিনি
আত্মীয় নন, এলাকাও ভিন্ন। শুধু নামে মিল থাকায় ভুয়া স্বামী পরিচয়ে মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন করেন এক প্রতারক নারী। বছরের পর বছর ধরে সরকারি টাকা আত্মসাত করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছিলো বেখবর। ওই নারীর বাড়ি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে। অনুসন্ধানে জানা গেছে, ধর্মপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ধর্মপুর গ্রামের মৃত সুলতান আহম্মদের ছেলে মৃত আবু তাহের মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। ২০০৫ সালের ৪ জুন প্রকাশিত বাংলাদেশ গেজেটে ৬৩নং তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা।
ব্যক্তি জীবনে অবিবাহিত তাহের ২০০০ সালের দিকে মারা যান। এরপর তার নাম ব্যবহার করে মঠবাড়িয়া এলাকার আবু তাহের খোকনের স্ত্রী আনোয়ারা বেগম নিজকে মুক্তিযোদ্ধা আবু তাহেরের স্ত্রী দাবী করে ভাতা উত্তোলন করেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে এলে তা বন্ধ করে দেয়া হয়।
২০১৯ সালে সুচতুর আনোয়ারা এক শ্রেণির কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করে কৌশলে পুনরায় ভাতা উত্তোলন শুরু করে। সম্পর্কিত খবর ফেনীতে করোনা চিকিৎসায় হাই ফ্লো নেসাল ক্যানুলা দিচ্ছেন আলাউদ্দিন নাসিমফেনীতে ১৬ কোটি টাকার সাপের বিষসহ আটক ১ দেশে ভাতা ও ত্রাণ উপকারভোগী ৮০ লক্ষাধিক মুক্তিযোদ্ধা আবু তাহেরের ভাই খায়েজ আহম্মদ জানান, তার ভাই জীবনে কখনো বিয়ে করেননি। স্ত্রী-সন্তান আসবে কোথা থেকে। মৃত্যুর পর তার নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে এক নারী টাকা উত্তোলন করছে। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেন। এ ব্যাপারে আনোয়ারা বেগমের বক্তব্য জানা যায়নি। এদিকে অভিযোগের পরিপ্রেক্ষিতে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহীদুল ইসলাম ভাতা বন্ধ করে দেন।