কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লকডাউন অমান্য করায় আর্মেনিয়ার সেনা, পুলিশ ও গোয়েন্দা প্রধান বরখাস্ত

এনটিভি প্রকাশিত: ১০ জুন ২০২০, ০৮:২৫

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় আরোপিত লকডাউন অমান্য করায় আর্মেনিয়ার সেনা, পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রধানকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিজেও করোনাভাইরাসের আক্রান্ত হয়েছিলেন। গত সোমবার তিনি সুস্থ হয়েছেন বলে ঘোষণা দেন।

নিকোল পাশিনিয়ান বলেছেন, করোনাভাইরাস মোকাবিলার ক্ষেত্রে বাজে উদাহরণ তৈরি করেছেন সেনা, পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রধানরা।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ কর্মকর্তাদের বরখাস্তের ঘোষণা দিয়ে এক ফেসবুকে পোস্টে পাশিনিয়ান বলেন, দেশের এরকম উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যারা নিজেরাই মহামারি বিরোধী নিয়ম কানুনের প্রতি সম্মান দেখাবেন, সেখানে তাঁরাই এর বিপরীত কাজ করছেন। আর্মেনিয়ার সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ তাঁর ছেলের বিয়ে উপলক্ষে বিরাট অনুষ্ঠানের আয়োজন করেন, যখন দেশটিতে এ ধরনের জনসমাগম নিষিদ্ধ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও