You have reached your daily news limit

Please log in to continue


গরু জবাই করলেই আরো কঠোর শাস্তি উত্তর প্রদেশে

গরু জবাই পুরোপুরি বন্ধ করতে আরো কড়া শাস্তির ব্যবস্থা করল ভারতের উত্তর প্রদেশ সরকার৷ যোগী রাজ্যে এবার গরু জবাই করলে দশ বছরের কারাদণ্ড এবং ৫ লক্ষ রুপি পর্যন্ত জরিমানা করা হতে পারে৷ এর জন্য ১৯৫৫ সালের গো হত্যা আইনেও সংশোধন করছে উত্তর প্রদেশ সরকার৷ মঙ্গলবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়৷ সরকারের তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য একটি অধ্যাদেশ জারি করা হবে৷ যেহেতু বর্তমান পরিস্থিতিতে বিধানসভা অধিবেশন কবে বসবে তা অনিশ্চিত, সেই কারণেই অধ্যাদেশ এনে সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে৷ ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হলে নির্দিষ্ট পদ্ধতি মেনেই আইনে সংশোধন আনা হবে৷ গরু জবাই আটকাতে বর্তমান আইন যথেষ্ট কঠোর এবং প্রভাবশালী নয় বলেই মনে করছিল উত্তর প্রদেশ সরকার৷ রাজ্যে গরু জবাই আটকাতে তাই আরো কড়া আইনের কথা ভাবা হচ্ছিল৷ কোনো অভিযুক্তের বিরুদ্ধে দ্বিতীয় বার একই অভিযোগ পাওয়া গেলে তার দ্বিগুণ শাস্তি হবে৷ বর্তমানে যে গো হত্যা প্রতিরোধে যে আইন রয়েছে, তাতে ন্যূনতম শাস্তির কোনো উল্লেখ নেই৷ কিন্তু নতুন যে অধ্যাদেশ আনা হয়েছে, তাতে সাত বছরের জেল এবং ১০ হাজার রুপিজরিমানা অথবা ১০ বছরের জেল এবং ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার সংস্থান রাখা হয়েছে
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন