কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নির্মাণে জুঁইয়ের ব্যস্ততা

পূর্ব পশ্চিম প্রকাশিত: ০৯ জুন ২০২০, ২২:২৩

ভিজুয়াল মিডিয়ায় নারী নির্মাতা হিসেবে বেশ সরব হয়ে উঠেছেন ঝুমুর আসমা জুঁই। নির্মাণে তিনি ব্যস্ততায় আছেন এই করোনাকালেও। এবারের ঈদে তিনি চ্যানেল সিবিবি থেকে একটি ফোক গান ইউটিউবে রিলিজ করেছেন। ঝুমুর আসমা জুঁই জানান, তার পরিচালনায় এটি প্রযোজনা করেছে সিনেমা বক্স। জানা গেছে, ঝুমুর আসমা জুঁই নির্মিত এই ডকু মিউজিক ভিডিওটি দর্শক – শ্রোতাদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। বোদ্ধামহলেও এটি প্রশংসিত হয়েছে বলে জানান নির্মাতা ঝুমর আসমা জুঁই।

এই করোনাকালে দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতি শ্রদ্ধা জানাতেই ঝুমুর আসমা জুঁইয়ের এই নিবেদন। গানটিতে দৃষ্টি প্রতিবন্ধী বিপদ ভঞ্জন পাল তার প্রাণের আকুতি তুলে ধরেন। এক বছর বয়সে টাইফয়েড জ্বর হয়ে তিনি দৃষ্টিশক্তি হারান। বাকি জীবনে আর পৃথিবীর আলো দেখা হয়ে ওঠেনি তার। তার সহধর্মিনীও একজন দৃষ্টি প্রতিবন্ধী। চার বছর বয়সে হাম হয়ে তিনিও দৃষ্টি হারান। স্বামী – স্ত্রী দুজনে দৃষ্টি প্রতিবন্ধী। গানে গানে বিপদ ভঞ্জন পাল তার প্রাণের আকুতি তুলে ধরেছেন এই ডকু মিউজিক ভিডিওতে। ঝুমুর আসমা জুঁই এই প্রসঙ্গে বলেন, এই দৃষ্টি প্রতিবন্ধীর গান আর প্রাণের আকুতি নির্মাতা হিসেবে আমার হৃদয়ও ছুঁয়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও