'বিশ্বকাপ না হলে আইপিএল হতেই পারে'
অনিশ্চয়তার সুতোয় দুলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য। করোনার বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপ মাঠে গড়াবে কি না, তা নিয়ে আছে ব্যাপক শঙ্কা। শেষ পর্যন্ত যদি বিশ্বকাপ না হয়, সেই সময় আইপিএল আয়োজন করা হোক, এমনটা চাচ্ছেন অনেকেই। ক্যারিবীয় কিংবদন্তি মাইকেল হোল্ডিংও এমনটাই মত দিচ্ছেন।
হোল্ডিংয়ের মতে, বিশ্বকাপ যদি মাঠেই না গড়ায়, তাহলে সেই সময় আইপিএল আয়োজন করাই যায়। এমনকি সেই সময় আইপিএল আয়োজন করার পূর্ণ অধিকার ভারতীয় ক্রিকেট বোর্ড রাখে বলেও মনে করেন তিনি।
এ ব্যাপারে মাইকেল হোল্ডিং বলেন, ‘মনে হয় না যে, আইসিসি ইচ্ছাকৃতভাবে আইপিএল আয়োজনের কথা ভেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দিচ্ছে। অস্ট্রেলিয়া সরকারের আইনেই তো রয়েছে, একটা নির্দিষ্ট তারিখের আগে সে দেশে বিদেশিদের প্রবেশের ব্যাপারে।'
এরপর আইপিএলের প্রসঙ্গ টেনে হোল্ডিং বলেন, ‘যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত না হয়, তবে আইপিএল আয়োজনের পূর্ণ অধিকার রয়েছে বিসিসিআইয়ের। অন্যের প্রতিযোগিতায় অনধিকার চর্চা করলে না হয় সেটা নিয়ে কিছু বলা যেতো!'