এবার ইরানের শিপিং কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
ইরানের ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেই চলেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ওই কঠোর নিষেধাজ্ঞার দীর্ঘ তালিকায় যুক্ত হয়েছে ইরানের শিপিং বিভাগ।জানা গেছে, গত ডিসেম্বরে ইরানের শিপিং লাইনের এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়া হলেও ৮ জুন থেকে এটিকে কার্যকর করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ইরানের শিপিং লাইন আইআরআইএসএল ও সাংহাই ভিত্তিক শিপিং কোম্পানি ই-সেইলের ওপর ৮ জুন থেকে ওই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।ই-সেইল শিপিং কোম্পানিকে ইরানের সহযোগী কোম্পানি বলে মনে করে যুক্তরাষ্ট্র। গত ৬ মাস আগে ইরানের শিপিং কোম্পানিসহ তাদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন সরকার। দীর্ঘ ১৮০ দিনের সময়সীমা শেষে ওই নিষেধাজ্ঞা কার্যকর করলো দেশটি।
বিবৃতিতে পম্পেও সতর্ক করে বলেন, কেউ যদি ইরানের শিপিং লাইনের সঙ্গে ব্যবসা করে তবে তার মানে তারা মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়েছে। যেসব কোম্পানি এরপর থেকে আইআরআইএসএল এবং ই-সেইলের মাধ্যমে পণ্য স্থানান্তর করবে তাদের ওপরও নিষেধাজ্ঞা কার্যকর হবে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নিষেধাজ্ঞা
- শিপিং কোম্পানি
- ইরান