কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সেপ্টেম্বরে গলফ কোর্সে ফিরছেন সিদ্দিকুর

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৯ জুন ২০২০, ২০:৪৪

গত মার্চের শুরুতে মালয়েশিয়া ওপেন গলফে সর্বশেষ খেলছেন সিদ্দিকুর রহমান। এরপর করোনাভাইরাসের কারণে আর কোনও এশিয়ান ট্যুরের প্রতিযোগিতাই হয়নি। সিদ্দিকুরকেও তাই বাসায় কাটাতে হচ্ছে অলস সময়। তবে আশার কথা হলো, এশিয়ান ট্যুর কর্তৃপক্ষ প্রাথমিকভাবে আগামী সেপ্টেম্বর থেকে খেলা শুরু করতে চাইছে। শুরুতে থাকছে দক্ষিণ কোরিয়ার সিনহান ওপেন গলফ। সবকিছু ঠিক থাকলে সেখানে খেলবেন বাংলাদেশি এই গলফার।

প্রাথমিক সূচিতে সেপ্টেম্বরে রয়েছে আরও দুটি প্রতিযোগিতা। জাপানে হবে প্যানাসনিক ওপেন, আর তাইওয়ানের মারকিউরিস ওপেন। তিনটি প্রতিযোগিতাতেই অংশ নিতে চান সিদ্দিকুর। বাংলা ট্রিবিউনকে জানালেন তেমনটাই, ‘এশিয়ান ট্যুরের তিনটি প্রতিযোগিতা রয়েছে। আগামী সেপ্টেম্বরের প্রতিযোগিতাগুলোতে আমি খেলতে চাই। আয়োজকদের আমি হ্যাঁ বলেছি। তবে তার আগে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে হবে। তাহলেই খেলতে যেতে পারি।’সেপ্টেম্বরে গলফ কোর্সে নামার জন্য পুরোপুরি প্রস্তুত দেশসেরা এই গলফার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও