বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২১ জন কর্মকর্তাকে সিনিয়র স্কেলে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- অপরাধ তদন্ত বিভাগের সহকারী পুলিশ সুপার আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খান, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার সহকারী পুলিশ সুপার শাহাবুদ্দীন আহমদ, সিলেট মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার নুতান চাকমা, অপরাধ তদন্ত বিভাগের সহকারী পুলিশ সুপার আবু সাঈদ, এপিবিএন সদর দফতরের সহকারী পুলিশ সুপার তানভীর আহমদ, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার সহকারী পুলিশ সুপার মো. ইউনুস আলী মিয়া, রংপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার বেগম নাদিয়া জুঁই, সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার এফ, এম ফয়সাল, সহকারী পুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজ, সহকারী পুলিশ কমিশনার আহসানুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার মো. খায়রুল আমিন, র্যাবের সহকারী পুলিশ সুপার এ বি এম মুজাহিদুল ইসলাম, নোয়াখালীর চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান, গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার এ এইচ এম কামরুল ইসলাম, দিনাজপুর জেলার হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আখিউল ইসলাম, সিলেট মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, নেত্রকোনার কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, কিশোরগঞ্জে করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহবুবুল হক সজীব, কুষ্টিয়ার মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার বেগম ফারজানা শরীফ ও নরসিংদী রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তারিক রহমান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.