কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তল্লাশির নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ৪ পুলিশ প্রত্যাহার

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৯ জুন ২০২০, ২০:০৩

বগুড়ার সারিয়াকান্দিতে পথচারীর দেহ তল্লাশির নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই কর্মকর্তাসহ চার পুলিশকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা মঙ্গলবার (৯ জুন) তাদের পুলিশ লাইনসে প্রত্যাহার করেছেন। জোড়গাছা ইউনিয়নের গণসারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন এ তথ্য নিশ্চিত করেন।

অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন- সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিরুল ইসলাম, কনস্টেবল খোকন চন্দ্র ও কনস্টেবল জাহিদুল ইসলাম।

অভিযোগে জানা গেছে, গণসারপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে মো. চৈতা (২৫) সোমবার বিকাল ৩টার দিকে হেঁটে প্রয়োজনীয় কাজে যাচ্ছিলেন। এ সময় ওই চার পুলিশ সদস্য তার পথরোধ করেন। এরপর দেহ তল্লাশির নামে তার পকেট থেকে ছয় হাজার টাকা বের করে নেন। বিষয়টি প্রকাশ না করতে তাকে ভয় দেখানো হয়েছিল। এরপরও চৈতা সাহস করে সারিয়াকান্দি থানার ওসির কাছে অভিযোগ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও