কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ওজনে কম দেওয়া পাপ ও আজাবের কারণ

বার্তা২৪ প্রকাশিত: ০৯ জুন ২০২০, ১৯:০৮

আল্লাহতায়ালা মানব জাতিকে সৃষ্টি করেছেন। দুনিয়াতে বসবাসের জন্য তাদেরকে নানা বিধি-নিষেধ দিয়েছেন। যারা আল্লাহতায়ালার হুকুম মেনে চলে, তাদের জন্য রয়েছে সুসংবাদ। আর যারা অবাধ্য, বিভিন্ন অপরাধে নিজেকে কলুষিত করেছে; তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। দুনিয়ায় এমন কিছু অপরাধ এমন রয়েছে- যা আল্লাহতায়ালার ক্রোধকে ত্বরান্বিত করে। এর একটি হলো- ওজনে কম দেওয়া। পরিমাপ এবং ওজনে কম দেওয়া কবিরা গোনাহ।

এ প্রসঙ্গে কোরআনে কারিমে আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘যারা মাপে কম করে তাদের জন্যে দুর্ভোগ, যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয় তখন পূর্ণমাত্রায় নেয়, এবং যখন লোকদের মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয়; তারা কি চিন্তা করে না তারা পুনরুত্থিত হবে- সেই মহাদিবসে।’ -সূরা মুতাফফিফিন: ১-৫

কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘মেপে দেওয়ার সময় পূর্ণ মাপে দেবে এবং সঠিক দাঁড়িপাল্লায় ওজন করবে। এটা উত্তম, এর পরিণাম শুভ।’ -সূরা বনি ইসরাঈল: ৩৫

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে