You have reached your daily news limit

Please log in to continue


‘নতুন করে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার দায়বদ্ধতা নেই বাংলাদেশের’

বাংলাদেশে নতুন করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়ে আমাদের কোনও দায়বদ্ধতা নেই। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মঙ্গলবার (৯ জুন) এক অনলাইন কনফারেন্সে একথা বলেন। জলবায়ু পরিবর্তনে বিপন্ন দেশগুলোর জোট ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) এর প্রেসিডেন্টের পদ পেয়েছে বাংলাদেশ। এ উপলক্ষে এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। বিশ্বের অনেক দেশই রোহিঙ্গাদের গ্রহণ করার জন্য বাংলাদেশকে অনুরোধ করেছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, যারা আমাদের ফরমায়েশ করে তারা এদের নিয়ে যাক। এখানে যারা আছে আমরা তাদেকে সাধ্যমতো ভালো রাখার চেষ্টা করছি। এর বেশি কিছু করার সাধ্য আমাদের নাই। যারা এ বিষয়ে কথা বলে তারা এদের নিয়ে যাক। ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রেসিডেন্ট পদ নেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, মার্শাল আইল্যান্ডের কাছ থেকে আমরা প্রেসিডেন্সি নিয়েছি আগামী তিন বছরের জন্য। জলবায়ু পরিবর্তনের কারণে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন তাদের বিষয়ে জোরালো ভাষায় কথা বলবে বাংলাদেশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন