কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে টিসিবি'র দোকান ভাঙচুর ও লুটপাটে অভিযোগ

টিসিবি'র দোকান ভাঙচুর ও লুটপাটের দায়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউপি চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ব্যবসায়ী নুরবক্ত মিয়া। মঙ্গলবার(০৯ জুন) দুপুরে ইউপি চেয়ারম্যানকে প্রধান বিবাদী করে আদিতমারী থানায় লিখিত এজাহার দায়ের করেন টিসিবি ডিলার নুরবক্ত মিয়া।টিসিবি ডিলার নুরবক্ত মিয়া পলাশী ইউনিয়নের মদনপুর ফকিরটারী গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় নামুড়ি বাজারে ওষুধ বিক্রেতা ও টিসিবি পণ্যের ডিলার। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকার এক এজেন্সির মাধ্যমে সৌদিতে কাজে যান পলাশী ইউনিয়নের নামুড়ি বাজারের টিসিবি ডিলার নুরবক্তের ভাই নুরে আলম। পরবর্তিতে একই এজেন্সির মাধ্যমে উপজেলার পলাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত আলীর নাতি সৌদিতে যান। নুরবক্তের ভাইয়ের কাগজ সঠিক থাকলেও চেয়ারম্যানের নাতির বৈধতা না থাকায় অবরুদ্ধ রয়েছেন। তার নাতিকে সৌদিতে বিক্রি করেছে মর্মে অভিযোগ তুলে সোমবার(০৮ জুন) সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান শওকত আলী দলবল নিয়ে নুরবক্তের টিসিবি'র দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে বাঁধা দিলে ডিলার নুরবক্তকে এলোপাতাড়ি মারপিট করেন। তাকে বাঁচাতে এসে তার ভাই নুর হোসেন ও প্রতিবেশী আনারুল গুরুতর আহত হন। এ সময় দোকানে থাকা টিসিবি'র পণ্য বিক্রির ২ লাখ টাকা ছিনিয়ে নেন হামলাকারীরা। বিষয়টি জানতে পেয়ে স্থানীয়রা ছুটে এলে দলবল নিয়ে পালিয়ে যান চেয়ারম্যান শওকত আলী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন