কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মসজিদ-দোকান খুলছে কাতারে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ জুন ২০২০, ১৭:১২

লকডাউন শিথিল হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। আগামী ১৫ জুন থেকে দেশটিতে চারধাপে লকডাউন শিথিল করা হবে। কাতার সরকারের মুখপাত্র লোলওয়া রাশেদ আল খাতের সোমবার এক বিবৃতিতে বলেছেন, আগামী ১৫ জুন থেকে দেশটিতে কিছু মসজিদ এবং কিছু শপিমলের দোকান-পাট খুলে দেওয়া হবে।

এছাড়া ব্যায়ামের জন্য কিছু পার্কও খুলে দেওয়ার কথা জানানো হয়েছে। তবে ১২ বছরের কম বয়সী শিশুরা পার্কে প্রবেশ করতে পারবে না।

অপরদিকে, আগামী ১ জুলাই থেকে দ্বিতীয় ধাপে লকডাউন শিথিল করা হবে দেশটিতে। অপরদিকে আগামী ১ আগস্ট থেকে তৃতীয় দফা এবং সেপ্টেম্বরের ১ তারিখ থেকে চতুর্থ দফায় লকডাউন শিথিল হবে।

আগামী ১৪ জুন থেকে ৪০ শতাংশ ধারণক্ষমতা নিয়ে সব বেসরকারি হাসপাতাল খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে লকডাউন শিথিলের প্রতি দফায় হাসপাতালের ধারণ ক্ষমতা ২০ শতাংশ করে বাড়ানো হবে।

দ্বিতীয় দফায় সীমিত পরিসরে রেস্টুরেন্টগুলো আংশিকভাবে খুলে দেওয়া হবে। একই সময়ে জাদুঘর, লাইব্রেরি, মার্কেট, পাইকারি মার্কেটও সীমিত পরিসরে কয়েক ঘণ্টার জন্য খুলে দেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও