এই সময়ের দুর্নীতিবাজরা মানুষ নামের কলঙ্ক, অমানুষ: পীর চরমোনাই

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ০৯ জুন ২০২০, ১৬:৫৪

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, করোনা মহামারী প্রাক্কালেও স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন বিভাগে সীমাহীন দুর্নীতি করে বরাদ্দের টাকাগুলো লুটেপুটে খাচ্ছে। অপরদিকে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে বনিআদম। যারা দেশের এই কঠিন মুহুর্তেও দুর্নীতি করে, সাধারণ মানুষের চিকিৎসার টাকা লুটেপুটে খায় এরা মানুষ নামের কলঙ্ক, এরা অমানুষ।

মঙ্গলবার এক অডিও বার্তায় পীর সাহেব আরো বলেন, করোনা ক্রমেই রেকর্ড ভঙ্গ করে বেড়েই চলছে। এই মহামারীর সময়ও মানুষের মধ্যে হেদায়েত নেই, অনুশোচনা নেই, মানুষ রক্তচোষা নীতি পরিহার করতে শেখেনি, তাহলে করোনা না বেড়ে উপায় কী?

তিনি বলেন, চিকিৎসা সরঞ্জামের অভাব এবং সুচিকিৎসার অভাবে মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সীমাহীন দুর্নীতি ও চুরি দেশের মানুষকে হতবাক করেছে। যে মুহুর্তে এ ধরণের চুরি ও দুর্নীতি তা কোনভাবেই মেনে নেয়ার মত নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও