নাসিমের অবস্থা স্থিতিশীল, আরো ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৯ জুন ২০২০, ১৪:৫৭

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় তাকে আরো ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের সিইও ডা. আল ইমরান চৌধুরী মঙ্গলবার সাংবাদিকদের তথ্য জানান।

ডা আল ইমরান চৌধুরী জানান, আজ মঙ্গরবার সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের করোনা নেগেটিভ এসেছে। গতকাল সাত সদস্যের মেডিকেল বোর্ডের ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছেন তাকে আরো ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। অবস্থা সুবিধাজনক নয় বিধায় সিটিস্ক‍্যান করা যায়নি।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, মোহাম্মদ নাসিমের অবস্থার কোনো পরিবর্তন হয়নি।মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, ডাক্তাররা সবসময় পর্যবেক্ষণ করছেন। যেহেতু তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি, তাই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার সিদ্ধান্ত এখনো হয়নি।

১ জুন সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করার পর করোনা ধরা পড়ে মোহাম্মদ নাসিমের। প্লাজমা থেরাপি দেওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত শুক্রবার তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের কথা ছিল। কিন্তু গত শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় ব্রেইন স্ট্রোক করায় অবস্থার গুরুতর অবনতি ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও