চলে গেলেন গ্র্যামি জয়ী গায়িকা বনি পয়েন্টার
চ্যানেল আই
প্রকাশিত: ০৯ জুন ২০২০, ১৪:১০
চলে গেলেন গ্র্যামি জয়ী গায়িকা বনি পয়েন্টার বিনোদন - চ্যানেল আই অনলাইন ৯ জুন, ২০২০ ১৪:১০ ২০২০ সালে পৃথিবী হারিয়ে ফেলেছে অনেক গুণী শিল্পীকে। সেই তালিকায় আরও একটি নাম যোগ হলো। সোমবার গ্র্যামি পুরষ্কার জয়ী গায়িকা বনি পয়েন্টার মারা গিয়েছেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর। খবরটি নিশ্চিত করেছেন বনি পয়েন্টারের বোন আনিতা।
তিনি জানিয়েছেন বনি পয়েন্টারের মৃত্যুতে পুরো পরিবার মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। ভক্তদেরকে তার জন্য প্রার্থনা করতে বলেছেন আনিতা। বনি পয়েন্টারের মৃত্যুর কারণ জানানো হয়নি। ১৯৫০ সালের ১১ জুলাই ক্যালিফোর্নিয়ায় জন্ম নিয়েছিলেন বনি পয়েন্টার। তিনি তার মিউজিক ক্যারিয়ার শুরু করেন ১৯৬৯ সালে। ‘দ্য পয়েন্টার সিস্টার্স’ এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৭৭ সালে দল ত্যাগ করে সোলো ক্যারিয়ার শুরু করেন তিনি। তার ঝুলিতে আছে একাধিক জনপ্রিয় গান।
- ট্যাগ:
- বিনোদন
- না ফেরার দেশে
- মার্কিন গায়িকা