You have reached your daily news limit

Please log in to continue


করোনা মোকাবিলায় নিজের নগ্ন ছবি নিলামে তুলছেন জেনিফার

করোনার চিকিতসার জন্য এবার বড় পদক্ষেপ নিলেন মার্কিন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। কোভিড ১৯-এর পরীক্ষার জন্য অর্থ জোগাড়ের জন্য নিজের নগ্ন ছবিকে নিলামে তুলতে রাজি হলেন জেনিফার। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জেনিফার সম্প্রতি এক বার্তা শেয়ার করেন। সেখানে জেনিফার জানান, তিনি একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়েছেন। ওই সংস্থাই তার নগ্ন ছবিকে নিলামে তুলবেন। সেখানে থেকে যে অর্থ আসবে, তা করোনা মোকাবিলার কাজে ব্যবহার করা হবে বলে। সেই কারণেই এবার নতুন করে প্রকাশ্যে এলো জেনিফারের নতুন ছবি। View this post on Instagram A post shared by Jennifer Aniston (@jenniferaniston) on May 30, 2020 at 8:19am PDT প্রসঙ্গত, বছর ২ আগে একটি ছবির শ্যুটিংয়ের সময় জেনিফার অ্যানিস্টনের নগ্ন ছবি প্রকাশ পায়। সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে অন্তর্জালে। জেনিফার অ্যানিস্টনের সেই মোহময়ী ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ হন নেটিজেনরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন