দিনে ছয় ঘণ্টা অনুশীলন করছেন কুলদীপ
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন মাঠের অনুশীলন থেকে দূরে ছিলেন ক্রিকেটাররা। সম্প্রতি ভারতে ক্রিকেটারদের ব্যক্তিগতভাবে অনুশীলন করার অনুমতি দিয়েছে সেদেশের ক্রিকেট বোর্ড। এরপর থেকেই প্রতিদিন ছয় ঘণ্টা করে অনুশীলন করছেন চায়নাম্যান বোলার কুলদীপ যাদব।
ছোটবেলার কোচ কপিল পাণ্ডের কাছে কানপুরের রোভার্স গ্রাউন্ডেই প্রস্তুতি শুরু করেছেন কুলদীপ। সকালে ফিজিক্যাল ট্রেনিংয়ের পর সন্ধ্যায় নেট প্র্যাক্টিস করছেন তিনি। এর ভেতর থুতুর ব্যবহার ত্যাগ করে চার ঘণ্টা করে বোলিং অনুশীলন করছেন এই বাঁহাতি লেগস্পিনার। সোমবার এক সাক্ষাৎকারে কুলদীপ বলেন, ‘গত সপ্তাহ থেকে অনুশীলন শুরু করেছি। প্রথমে দূরত্ববিধি মেনে ফিজিক্যাল ট্রেনিং শুরু করেছিলাম। এখন নেট প্র্যাক্টিসও চলছে।’
দিনে কত ঘণ্টা প্রস্তুতি নিচ্ছেন এমন প্রশ্নের উত্তরে কুলদীপ বলেন, ‘সকাল ৭.৩০ থেকে ৯টা পর্যন্ত ফিজিক্যাল ট্রেনিং করে বাড়ি যাই। বিশ্রাম নিয়ে বিকেল ৪টা থেকে ৮টা পর্যন্ত একটানা নেট প্র্যাক্টিস করি।’