You have reached your daily news limit

Please log in to continue


সোনারগাঁয়ে দগ্ধ কলেজছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় দগ্ধ কলেজছাত্র অপূর্ব দাস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সে মারা যায়। অপূর্ব সোনারগাঁ জি.আর. ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।এলাকাবাসী জানায়, সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামের বাসিন্দা ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের  কর্মচারী মো.  মিজানুর রহমানের বাড়ির ভাড়াটিয়া বানু রানী দাস ও তার ছেলে অপূর্ব রোববার সকালে মোবাইল চার্জ দেওয়া অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আগুন লেগে দগ্ধ  হয়। বাড়ির মালিক মিজানুর রহমান জানান, অপূর্ব যখন ঘর থেকে বেরিয়ে আসে তখন তার কানে হেডফোন ও চার্জারের তার জড়ানো ছিল। এসময় তার মুখ ও বুক ঝলসানো ছিল। ঘরে তার মায়ের মাথার চুল আগুনে পোড়া ছিল। আগুনে খাট, তোশক ও আসবাবপত্র পুড়ে গেছে। অপূর্ব ও তার মাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন