কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ নিয়ে সমালোচনা!

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৯ জুন ২০২০, ১০:৪১

মার্কিন প্রবাসী বাঙালি অনিকেত বেরার। বর্তমান সময়ে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’র একটি রঙিন ক্লিপ ইউটিউবে আপলোড করেন তিনি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ছবিটির একটি দৃশ্য সাদা-কালো থেকে রঙিন করেছিলেন। এরপর থেকে সেই ভিডিও ক্লিপটি নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। অনেকেই বলেছেন, সামান্য একটি অংশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় দোষের কিছু নেই। তবে বেশিরভাগই সত্যজিতের কাজ নিয়ে এমন পরীক্ষা-নিরীক্ষা মানতে পারছেন না।

সত্যজিৎ-পুত্র পরিচালক সন্দীপ রায় বলছেন, এর আগেও বিদেশে বহুবার এ ধরনের এক্সপেরিমেন্ট হয়েছে। তার ফল যে সব সময়ই ভালো হয়েছে, এমন নয়। তবে আমার মতে ক্লাসিকগুলোকে নিয়ে নাড়াচাড়া না করাই ভালো।’

এই সময়ের বাংলা চলচ্চিত্রের অন্যতম সিনেমাটোগ্রাফার সৌমিক হালদার বলেন, সুব্রত মিত্র আমাদের কাছে ঈশ্বরের মতো। তার কাজ নিয়ে আর এক্সপেরিমেন্ট না করাই ভালো। এতসব সমালোচনা মাথা পেতে নিয়ে অনিকেত বলছেন, আমার নিজেরও রঙিন ‘পথের পাঁচালী’ ভালো লাগে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও