‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ হলেন ক্লার্ক
ঢাকা টাইমস
প্রকাশিত: ০৯ জুন ২০২০, ০৮:৫১
‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ সম্মানসূচক খেতাবটি দেয়া হয় ব্রিটিশ রানীর জন্মদিন উপলক্ষে। দেয়া হয় অস্ট্রেলিয়ার নাগরিকদের। এবার সেটি পেলেন অজিদের সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক।
অজি নারী ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার লিনেট্টে লার্সেন, হকিতে দুবারের অলিম্পিক গোল্ড মেডেলিস্ট রেনিটা জেরার্ডকেও এবার ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’য় ভূষিত করা হয়েছে।
১১৫ টেস্ট খেলে ৪৭ ম্যাচে নেতৃত্ব দেয়া ৩৯ বছর বয়সী মাইকেল ক্লার্ক খেতাবে যুক্ত হলেন পূর্বসূরি অনেকের সঙ্গে। স্যার ডন ব্র্যাডমান, বব সিম্পসন, ডেনিস লিলি, অ্যালান বোর্ডার, মার্ক টেলর, স্টিভ ওয়াহ, রিকি পন্টিং, গ্লেন ম্যাকগ্রারা এই সম্মাননা পেয়েছেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
কালের কণ্ঠ
| সিডনি ক্রিকেট গ্রাউন্ড
৩ বছর আগে
কালের কণ্ঠ
| সিডনি
৩ বছর আগে
৩ বছর আগে