You have reached your daily news limit

Please log in to continue


করোনায় প্রাণ গেল উপ-কর কমিশনারের

প্রাণঘাতী ভাইরাস করোনার তাণ্ডব থামছেই না। প্রতিদিনই এই রোগে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। এবার করোনায় আক্রান্ত হয়ে মৃতের তালিকায় যোগ হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক উপ-কর কমিশনারের নাম। তার নাম সুধাংশু কুমার সাহা। সোমবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এনবিআরের সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মু'মেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুধাংশু কুমার সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে মৃত্যুবরণ করেছেন। তার করোনা পজেটিভ ছিল। তিনি ২৭ তম বিসিএস কর ক্যাডারের (১ম) সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। সুধাংশু কুমার সাহার প্রয়াণে গভীর শোক জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। কুমার সাহার বিদেহী আত্মার পরম সুখ-শান্তি কামনার পাশাপাশি তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন