বরগুনা-ঢাকা লঞ্চে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দোতলা বার্থ

ইত্তেফাক প্রকাশিত: ০৯ জুন ২০২০, ০০:২০

বরগুনা-ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দোতলা বার্থ সিস্টেম চালু হয়েছে। ফলে, ডেকের যাত্রীরা কেবিনের মতোই আলাদাভাবে থাকতে পারবেন। এটি দোতলা হওয়ায় এক জনের সঙ্গে আরেক জনের নিরাপদ দূরত্ব বজায় রাখাও সম্ভব হবে। বরগুনা-ঢাকা রুটে দোতলা যাত্রীবাহী লঞ্চে এই প্রথম দোতলা বার্থ সিস্টেম চালু হলো।

লঞ্চের মালিক মাসুম খান জানিয়েছেন, বেডগুলো সেপারেট করার জন্য চারপাশে ফাইবার গ্লাস দেবেন। এতে যাত্রীদের মধ্যে কারো সঙ্গে কারো ফিজিক্যাল কন্টাক্ট থাকবে না। তবে, এজন্য নৌ-পরিবহন অধিদপ্তরের নৌ-স্থপতি দ্বারা পরীক্ষা করারও প্রয়োজন আছে। তিনি জানান, যাত্রীদের মধ্যে কার করোনা আছে তা কেউ জানে না। এই পদ্ধতিতে যাত্রীদের সর্বোচ্চ স্বাস্থ্য বিধি মেনে চলা সম্ভব। নতুন এই পদ্ধতিকে বরগুনা-ঢাকাগামী নৌপথের যাত্রীরা স্বাগত জানিয়েছেন।

এই রুটে নিয়মিত যাত্রী ধীমান সরকার জানান, এর ফলে কেবিন না পেলেও নিরাপদে ডেকে আসা সম্ভব। আরেক নিয়মিত যাত্রী খোরশেদ আলম জানান, ট্রেনে এ ধরনের সিস্টেম থাকলেও লঞ্চে এই প্রথম চালু হয়েছে, এতে যাত্রীদের করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি কমবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও