![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/06/online/facebook-thumbnails/iran-helicop-samakal-5ede6957202b9.gif)
ইরানের সামরিক বাহিনীতে উচ্চ ক্ষমতাসম্পন্ন ১০ হেলিকপ্টার
সমকাল
প্রকাশিত: ০৮ জুন ২০২০, ২২:৩৭
চিনুক-সিএইচ এবং এসএইচ সিরিজের হেলিকপ্টারসহ এমআই-ওয়ান এবং এমআই-সেভেনটিন হেলিকপ্টারের ওপরে পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষার দক্ষতা অর্জন করেছে ইরান। রোববার একথা বলেন দেশটির প্রতিরক্ষা উপমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল কাসেম তকি যাদেহ।
ইরান নিজেদের কারখানায় তৈরি করা উচ্চ ক্ষমতাসম্পন্ন ১০টি হেলিকপ্টারকে সামরিক বাহিনীর ব্যবহারের জন্য উন্মুক্ত করেছে। দেশীয় বিশেষজ্ঞদের মাধ্যমে তৈরি করা হেলিকপ্টারগুলোর ওপর পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা করা হয়। হেলিকপ্টারগুলো উন্মুক্ত করার জন্য রোববার আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন প্রতিরক্ষা উপমন্ত্রী।