‘২০২১ সালের মধ্যে সকল ইউনিয়ন বা চরেও থাকবে ইন্টারনেট’

পূর্ব পশ্চিম প্রকাশিত: ০৮ জুন ২০২০, ২০:৪৩

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ২০২১ সালের মধ্যে সকল ইউনিয়ন বা চরেও থাকবে ইন্টারনেট সংযোগ। চতুর্থ শিল্প বিপ্লবে প্রবেশ করেছে বিশ্ব। বাংলাদেশও খুব একটি পিছিয়ে নেই। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরাও তথ্যপ্রযুক্তিতে অগ্রসরমান। ফাইবার অপটিক্স এর মাধ্যমে ইন্টারনেট সেবা পর্যায়ের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

২০২১ সালের মধ্যে ইন্টারনেটের সংযোগবিহীন কোনো ইউনিয়ন, চর বা দ্বীপ থাকবে না। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য যে পরিমাণ ব্যান্ডউইথ দরকার আমরা সেই ব্যান্ডউইথের ব্যবস্থা করেছি। রোববার (৭ জুন) সন্ধ্যায় আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) যৌথ আয়োজনে ‘দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলিশন’ শীর্ষক অনলাইন প্রশিক্ষন কর্মসূচিতে প্রথম অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। সম্পর্কিত খবর ইঁদুরের আঁকা ছবির মূল্য ১০০০ পাউন্ড (ভিডিও)সদ্য বিবাহিত তরুণীর নগ্ন ছবি ইন্টারনেটে, সংসার ভাঙার উপক্রমলকডাউনে আয় করুন ঘরে বসে  এসময় তিনি জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের প্রস্তুতিও চলমান রয়েছে। ‘প্রথম তিনটি শিল্প বিপ্লবে বাংলাদেশের সম্পৃক্তটা না থাকলেও এই শিল্প বিপ্লবে আমরা এগিয়ে থাকবো বলেই আমার বিশ্বাস,’ বলেন মন্ত্রী জব্বার।

তিনি বলেন, এখন সরকারের কোনো কাজ পড়ে থাকে না। কোনো মিটিং বন্ধ থাকে না। দেশে কোনো কিছুই বন্ধ নেই। করোনাকালীন এই সময়েও আমরা ডিজিটালি সব কাজ করে যাচ্ছি। ইন্টারনেট এখন আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ইন্টারনেট এখন শুধু বিনোদনের মাধ্যম নয়। শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে এমন কোনো খাত নেই যেখানে ইন্টারনেটের ব্যবহার নেই। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। নিজেদের পাশাপাশি ব্যবসা বাণিজ্যকেও চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে তুলতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও