You have reached your daily news limit

Please log in to continue


সৌর ও বায়ুশক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে বাংলাদেশ-চায়না

সৌর ও বায়ু শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের জন্য বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (রিনিউঅ্যাবল)’ নামে কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভপতিত্বে সোমবার (৮ জুন) সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, সরকারি মালিকানাধীন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং চীনের ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের যৌথ উদ্যোগে ‘বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (রিনিউঅ্যাবল)’ নামে কোম্পানি গঠনের প্রস্তাব এবং এ সংশ্লিষ্ট জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট, মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন এবং আর্টিকেল অব অ্যাসোসিয়েশনের খসড়া অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা বাস্তবায়নকল্পে বিদ্যুৎ উৎপাদনে অভ্যন্তরীণ ও আমদানি করা কয়লা, তরল প্রাকৃতিক গ্যাস, পরমাণু শক্তি ইত্যাদির সঙ্গে সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন