নওগাঁয় খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ১৮০ বস্তা গম উদ্ধার
এনটিভি
প্রকাশিত: ০৮ জুন ২০২০, ১৮:৩৫
নওগাঁর পোরশা উপজেলায় খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ১৮০ বস্তা গম উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার নিতপুর পূর্ব দিয়াড়াপাড়ার রশিদ গোয়ালের বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাক্টরসহ ১৮০ বস্তা গম উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হামিদ রেজা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে কে বা কারা কালোবাজারে বিক্রির জন্য রাতের আধারে একটি ট্রাক্টরে গম ভর্তি করছে। খবর পেয়ে আমরা পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে গমবোঝাই একটি ট্রাক্টর পরিত্যক্ত অবস্থায় দেখতে পাই। আমরা আশপাশের কয়েকটি বাড়ি তল্লাশি