আজ চাঁদের সঙ্গে দেখা যাবে বৃহস্পতি ও শনি

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৮ জুন ২০২০, ১৭:৩০

দেশের আকশে দুই দিন আগেও দেখা গিয়েছিল পৃথক দুটি মহাজাগতিক দৃশ্য। গত ৫ জুন প্রথমে স্ট্রবেরি মুন দেখা গিয়েছিল, এরপরই চন্দ্রগ্রহণ শুরু হয়। সোমবার ও মঙ্গলবার দুই গ্রহ ও একটি উপগ্রহ একসঙ্গে দেখা যাবে—বৃহস্পতি, শনি এবং চাঁদ।

চীনা সংবাদমাধ্যম সিজিটিএন জানিয়েছে, আজ গভীর রাত থেকে সূর্যোদয়ের ঠিক আগে পর্যন্ত দক্ষিণ-পূর্ব আকাশে বৃহস্পতি, চাঁদ এবং শনির অভূতপূর্ব দৃশ্য দেখতে পাবেন। গ্রহ-উপগ্রহ তিনটির অবস্থান একটি ছোট ত্রিভুজের মতো হবে।

যদি পরিষ্কার আকাশ থাকে তবে বেশিরভাগ শহরে কোনো দূরবীন ছাড়াই মহাজাগতিক এই দৃশ্য দেখা যাবে বলে মনে করছেন জ্যোতির্বিদরা। তাছাড়া এখনকার চাঁদ বেশ স্পষ্ট এবং উজ্জ্বল। তবে গ্রহ দুটি কতটা উজ্জ্বল দেখাবে তা নিশ্চিত নয়।

জানা গেছে, ২০ বছর পর আজ দেশের আকাশে চাঁদের সঙ্গে দেখা যাবে বৃহস্পতি ও শনি। তাই বিরলতম এই ঘটনার দেখার সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না একদমই। যদিও রাতের আকাশে চিহ্নিত নাও করতে পারেন গ্রহগুলোকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে