‘রানা প্লাজা‘র সোহেল রানার জামিন স্থগিত
এনটিভি
প্রকাশিত: ০৮ জুন ২০২০, ১৬:৩০
জ্ঞাত আয় বহির্ভূতভাবে সম্পদ অর্জনের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাভারে ধসে পড়া ‘রানা প্লাজা’র মালিক সোহেল রানার জামিন স্থগিত করেছেন হাইকোর্ট। হাইকোর্টের নিয়মিত বেঞ্চ চালু হওয়ার পর এক সপ্তাহ পর্যন্ত এই স্থগিতাদেশ থাকবে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।
আজ এ আবেদনের ওপর হাইকোর্টে শুনানি হয়। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। রানার পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন ও মো. কায়সার জাহিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী শামসুন নাহার কনা। শুনানি শেষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।