নারী ক্রিকেট দলের জন্য নতুন কোচ খুঁজছে বিসিবি
গত মার্চে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ভারতীয় কোচ অঞ্জু জৈনের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে বিসিবির। অস্ট্রেলিয়ায় সর্বশেষ অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় বিসিবি তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ বড়াতে খুব একটা আগ্রহ দেখায়নি। তাই তিনি বরোদা ক্রিকেট এসোসিয়েশনের সঙ্গে চুক্তি করেছেন।
বরোদা নারী দলের প্রধান কোচ হিসেবে যোগ দেওয়া অঞ্জুর সহকারি হিসেবে যোগ দিচ্ছেন দেবিকা পালশিখর। গত দুই বছর বাংলাদেশ নারী দলের সহকারি কোচ ছিলেন তিনি। অঞ্জু ও দেবিকা ২০১৮ সালে বাংলাদেশ নারী দলের দায়িত্ব নিয়েছিলেন।
এদিকে বাংলাদেশ নারী দলের জন্য নতুন বিদেশি কোচ নিয়োগ দেওয়ার চেষ্টা করছে বিসিবি। বিসিবির নারী কমিটির চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, 'গত মার্চে অঞ্জু জৈনের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। তাঁর সঙ্গে চুক্তি নবায়নের কোনো আগ্রহ আমাদের নেই। বিশ্বকাপের পর থেকেই আমরা নতুন কোচ খুঁজতে শুরু করেছি। তবে কোভিড-১৯-এর সংক্রমণের কারণে তা কিছুটা পিছিয়ে গেছে।'