করোনার 'অ্যান্টিবডি' চিকিৎসায় বড় সাফল্যের দাবি!

সময় টিভি প্রকাশিত: ০৮ জুন ২০২০, ০৮:৩৮

বিশ্বজুড়ে করোনা রুখতে কার্যকর ভ্যাকসিন ও ওষুধ তৈরিতে নিরলসভাবে কাজ করে চলেছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। সফলতার গল্পও শোনা যাচ্ছে অনেক, তবে এখন পর্যন্ত চূড়ান্ত কিছু আবিষ্কার সম্ভব হয়নি। এবার ব্রিটিশ বিজ্ঞানীদের দাবি, করোনা রুখতে সক্ষম এমন একটি অ্যান্টিবডি চিকিৎসা পদ্ধতির বিকাশে সাফল্যের দ্বারপ্রান্তে অবস্থান করছেন তারা। এ পদ্ধতিতে কৃত্রিমভাবে তৈরি অ্যান্টিবডি আক্রান্ত ব্যক্তির শরীরে প্রয়োগ করা হবে। এতে সংক্রমিত মানুষের জীবন রক্ষা হবে।


ব্রিটিশ-সুইডিশ ওষুধ প্রস্তুতকারী কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার দাবি, সংক্রমণের প্রাথমিক পর্যায়ে এ চিকিৎসা দেওয়া হলে তা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে। অ্যাস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী প্যাস্কেল সোরিয়ত বলেন, এ পদ্ধতিতে দুটি অ্যান্টিবডির সমন্বয় করে তা ইনজেকশনের মাধ্যমে মানুষের শরীরে প্রয়োগ করা হবে। কারণ, শরীরে দুটি অ্যান্টিবডি নেওয়া থাকলে তা একটি অ্যান্টিবডির বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠার সম্ভাবনা কমিয়ে দেয়। সূত্র- দ্য গার্ডিয়ান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও