করোনা: বাজেটে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ মনোযোগ দিচ্ছে সরকার
করোনাভাইরাস মোকাবিলায় এবারের বাজেটে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ মনোযোগ দিচ্ছে সরকার। পরিকল্পনা মন্ত্রী বলছেন, গতবারের তুলনায় ৫০ ভাগ বেশি বরাদ্দ থাকবে এবারের বাজেটে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, বরাবরই অবহেলিত এ খাতে শৃঙ্খলা আনা সহজ নয়। দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হলে সার্বজনীন করতে হবে সেবা।
সমন্বয় নেই, সরকারি-বেসরকারি হাসপাতালে সেবার অপ্রতুলতা। হাসপাতাল থেকে হাসপাতাল ছোটাছুটি এখন নিত্যদিনের ভোগান্তি। বরাবরই অবহেলিত দেশের স্বাস্থ্য খাতের দুর্বলতা অনেক বেশি দৃশ্যমান হয়েছে এবার করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর। আসছে বাজেটে তাই এ খাতের বরাদ্দ নিয়ে চলছে আলোচনা।
বিগত বছরগুলোতে জিডিপির ১ শতাংশের কম খরচ হয় স্বাস্থ্যখাতে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪৮টি দেশের মধ্যে বাংলাদেশে বরাদ্দ থাকে সবচেয়ে কম। তবে, এবার করোনার কারণে বেশ গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্যখাত। বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বাজেট পাসের পরও নতুন করে পরিকল্পনা গ্রহণের সুযোগ থাকছে।