You have reached your daily news limit

Please log in to continue


১০০ বছর বয়সে করোনা জয় খবিরুন্নেসার

গোপালগঞ্জের চন্দ্রদিঘলীয়া গ্রামের মৃত আলতাফ ভূইয়ার স্ত্রী ও শতবর্ষী নারী খবিরুন্নেসা (১০১) বেগম করোনা জয় করে চিকিৎসা শেষে নিজ বাড়িতে ফিরেছেন। বর্তমানে তিনি মেয়ে সেলিনা জাকিরের ঢাকার বাসায় কোয়ারেন্টিনে আছেন। ১৯ মে করোনা পজিটিভ রিপোর্ট আসার পর ৩০ মে ও ১ জুন দুবারের পরীক্ষায় নেগেটিভ আসে তার। পরিবার সূত্রে জানা যায়, ত্ব‌কের ক্যান্সার, হৃদরোগসহ নানা রোগে আক্রান্ত খবিরুন্নেসার স্বামী ২০ বছর আগে ও বড় ছেলে দুই বছর আগে মারা গেছেন। বাকি তিন ছেলে থাকেন যুক্তরাষ্ট্রে। দেশে আছেন তিন মেয়ে। মেয়েদের কাছেই তিনি থাকেন। উন্নত চিকিৎসার জন্য গত মাসে শুরুর দিকে ঢাকার উত্তরায় মেয়ের বাসায় যান। ১৩ মে তার মেয়ে সেলিনা জাকির (৪৮) ও নাতি তামিমের করোনা পজিটিভ আসে। তাদের ভর্তি করা হয় উত্তরার রিজেন্ট হাসপাতালে। করোনা রোগীদের সংস্পর্শে থাকায় সেখান থেকেই শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয় খবিরুন্নেসার। ১৫ মে বাসা থেকে নমুনা সংগ্রহ করে রিজেন্ট হাসপাতালে পরীক্ষার জন্য দিলে ১৯ মে খবিরুন্নেসার করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরে রিজেন্ট হাসপাতালেই পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাকেও ভর্তি করা হয়। এসময় তার ছোট মেয়ে শাহানাজ (৪২)-এরও করোনা পজেটিভ আসে। এরপর তাকেও ওই হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়। খবিরুন্নেসার মেয়ে সেলিনা জাকির বলেন, 'আমরা চার জনই করোনায় আক্রান্ত হয়েছিলাম। আমার মাকে হৃদরোগের কারণে রিং পরাতে হয়েছিল। একবার পিত্তথলিতে পাথর হওয়ায় অপারেশনের টেবিলেও নিতে হয়েছিল। এছাড়া তার আছে স্কিন ক্যান্সার। এত কিছুর পরেও করোনার বিরুদ্ধে লড়াই করে তিনি ফিরে এসেছেন।'তা
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন