You have reached your daily news limit

Please log in to continue


জরুরি বিমান পাঠিয়ে বাংলাদেশের ‘রেমডেসিভির’ নিল নাইজেরিয়া

জরুরি বিমান পাঠিয়ে বাংলাদেশ থেকে করোনাভাইরাসের চিকিৎসায় ব্যবহৃত এন্টি ভাইরাল ওষুধ রেমডেসিভির সংগ্রহ করেছে নাইজেরিয়া। নাইজেরিয়ার একজন গভর্নর করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ হওয়ায় তাঁর চিকিৎসার জন্য সে দেশের সরকারের পক্ষ একটি চার্টার্ড বিমান পাঠিয়ে এ ওষুধ সংগ্রহ করা হয়। নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে ওনিয়ামা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে শনিবার গভীর রাতে ফোন করে এ বিমানটি ঢাকায় অবতরণের বিষয়ে অনুমতিসহ সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ করেন। নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে রওনা হয়ে বিমানটি জেদ্দা হয়ে আজ রোববার বিকেল ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওষুধ সংগ্রহ করে বিমানটি অল্প সময়ের মধ্যে নাইজেরিয়ার উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন