You have reached your daily news limit

Please log in to continue


বাঙালি ৬ দফাকে অধিকার হিসেবে নিয়েছিল : প্রধানমন্ত্রী

রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর দেয়া ৬ দফা দাবি এমনভাবে বাঙালি লুফে নিয়েছিল যে পৃথিবীতে এর আর কোনো নজির দেখা যায়নি। সব বাঙালি এটাকে অধিকার হিসেবে নিয়েছিলেন। তিনি বলেন, ৬ দফা প্রচার করার জন্য ৩৫ দিনের মধ্যে তিনি ৩২টি জনসভা করেছিলেন। জনগণকে এই ৬ দফার সঙ্গে সম্পৃক্ত করতে পেরেছিলেন।আজ ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আয়োজিত অনলাইন আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান আলোচক ছিলেন ড. সৈয়দ মনজুরুল ইসলাম। এছাড়াও আলোচনা করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।অনুষ্ঠান পরিচালনা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন