চট্টগ্রামে ২৯ ফার্মেসিকে ১১ লাখ টাকা জরিমানা
বণিক বার্তা
প্রকাশিত: ০৭ জুন ২০২০, ২০:০১
চট্টগ্রামে ওষুধের সবচেয়ে বড় পাইকারি বাজার হাজারী গলিতে অভিযান চালিয়ে বেশি দামে ওষুধ বিক্রিসহ একাধিক অপরাধে ২৯টি ফার্মেসিকে ১০ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (৭ জুন) দুপুরে তিন ঘণ্টার এ অভিযানে জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এতে নেতৃত্ব দেন। অভিযানে ওষুধ প্রশাসন, র্যাব এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা অংশ নেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার এবং এসএম আলমগীরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বেশি দামে ওষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে ১৪টি ফার্মেসিকে ৭ লাখ টাকা জরিমানা করেন।