কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ইউক্রেনের বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স তদন্তে সহায়ক নয়: ইরান

ইরানের রাজধানী তেহরান বিমানবন্দরের কাছে ভুলবশত ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ইউক্রেনের বিমানের ব্ল্যাক বক্স তদন্তে সহায়ক হবে না। তবে যেকোনো দেশ বা সংস্থাকে ব্ল্যাক বক্স হস্তান্তরে ইরান সম্মত রয়েছে বলেও জানা গেছে। শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। গত ৮ জানুয়ারি তেহরান বিমান বন্দর থেকে উড্ডয়নের পরপরই মিসাইলের আঘাতে বিধ্বস্ত হয় ইউক্রেনের ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স জেটলাইনারের ফ্লাইট ৭৫২। ইরানের পররাষ্ট্র উপমন্ত্রী মোহসেন বাহারভান্তের বক্তব্য উদ্ধৃত করে দেশটির রাষ্টীয় বার্তা সংস্থা ইরনা জানায়, তদন্ত প্রায় শেষ হয়েছে এবং ব্ল্যাক বক্সের তথ্য তদন্তের জন্য সহায়ক নয়। তবে তৃতীয় কোনো দেশ অথবা বিদেশী সংস্থাকে ব্ল্যাক বক্স হস্তান্তরে প্রস্তুত রয়েছি আমরা। বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই ইরানের বেসামরিক কর্তৃপক্ষ দাবি করে যে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এছাড়া বিমানটি গুলি করে ভূপাতিত করা হয়েছে এই দাবিও প্রত্যাখ্যান করা হয়। তবে ১১ জানুয়ারি ইরানের সামরিক বাহিনী স্বীকার করে যে, মানুষের ভুলের কারণে বিমানটি ভূপাতিত হয়েছে। এতে বিমানের ১৭৬ জন যাত্রী প্রাণ হারিয়েছে। নিহতদের বেশীর ভাগ কানাডা ও ইরানের নাগরিক। এছাড়া অনেকে দ্বৈত নাগরিক বলেও জানা যায়। কানাডা বেশ কয়েক মাস ধরেই দাবি করেছে যে ইরান, যার কাছে ব্ল্যাক বক্সগুলো ডিকোড করার প্রযুক্তিগত উপায় নেই। সেগুলো বিদেশে পাঠাতে হবে যাতে তাদের বিষয়বস্তু বিশ্লেষণ করা যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন