কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চলচ্চিত্র বাঁচাতে পারিশ্রমিক কমাতে রাজি শিল্পীরা

এনটিভি প্রকাশিত: ০৭ জুন ২০২০, ১৭:১৫

দীর্ঘ দিন বাংলাদেশের চলচ্চিত্রে মন্দাভাব চলছে। একের পর এক বন্ধ হচ্ছে প্রেক্ষাগৃহ। আর হালে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস যেন সব কিছুই ওলোট-পালোট করে দিয়েছে। প্রায় তিন মাস বন্ধ ছিল সিনেমা হল ও চলচ্চিত্র নির্মাণ। সম্প্রতি শুটিংয়ের অনুমতি মিলেছে। এরই মধ্যে অভিনয়শিল্পীদের পারিশ্রমিক কমানো নিয়ে চলছে নানা আলোচনা। শীর্ষ অভিনয়শিল্পীদের অনেকে বলেছেন, চলচ্চিত্রশিল্পকে বাঁচাতে পারিশ্রমিক কমাতে রাজি তাঁরা। কারণ, অর্থের চেয়ে চলচ্চিত্রই তাঁদের ধ্যান-জ্ঞান।

করোনা থেকে সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে শুটিং করা জরুরি। তবে এ কারণে চলচ্চিত্রের বাজেটে যুক্ত হয়েছে নতুন খরচ। অন্যদিকে সিনেমা হল কমে যাওয়ায় আগের মতো দেড়-দুই কোটি টাকা হল থেকে তুলে আনা সম্ভব নয় বলে জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। নির্মাণব্যয় কমিয়ে ৬০ লাখ টাকায় নিয়ে আসলে লগ্নীকৃত অর্থ ফেরত আসতে পারে বলে মনে করছেন অনেকে।

নির্মাণ-সংশ্লিষ্টরা বলছেন, চলচ্চিত্রের বড় বাজেট চলে যায় শিল্পীদের সম্মানীতে। তাঁদের পারিশ্রমিক কমিয়ে আনার অনুরোধ করেছেন প্রযোজক-পরিচালকেরা। চলচ্চিত্রশিল্পকে বাঁচাতে এ নিয়ে চলছে আলোচনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও