![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2020/Jun/07/1591514979106.jpg&width=600&height=315&top=271)
ক্রীড়ায় হিজাবি নারীরা ভাঙছেন শত বছরের বাধা
বার্তা২৪
প্রকাশিত: ০৭ জুন ২০২০, ১৩:২৯
২০১৬ সালের রিও অলিম্পিক গেমস, বীচ ভলিবলে জার্মানীর বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচের পরের দিন। একদিনেই সবার নজর কেড়েছেন মিসরের দোয়া এলঘোবাশি।
উদ্বোধনী ম্যাচে খেলার সময় নেটে মুখোমুখি দু’জনের ছবি। নেটের একপাশে হিজাব, ফুলহাতা শার্ট এবং লেগিংস পরা এলঘোবাশি, আরেক পাশে বিকিনি পরা জার্মানী প্রতিদ্বন্দ্বী কিরা ওয়াল্কেনহর্স্ট। সেবারের অলিম্পিক আসরে ভাইরাল হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবিগুলোর মধ্যে একটি।
অলিম্পিক গেমস থেকে প্রত্যাশিত সাংস্কৃতিক মিলনের একটি প্রতিচ্ছবি এটি। কিন্তু এই ছবিতে মানুষ যে ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছিল তাতে মনে হয়েছিল আন্তর্জাতিক আসরে এমন বৈচিত্রের বিষয়টি এখনও বেশ নতুন।