করোনাভাইরাস সংক্রমণ রোধে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগ নিয়ে খুলনার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জানালার গ্রিল কেটে ২১টি ল্যাপটপসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটেছে। রোববার (৭ জুন) ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জানা যায়, স্কুলের ল্যাব রুমে কমার্স কলেজের পাশের জানালার গ্রিল কেটে এ চুরি সংঘটিত হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলে মডেল স্কুলেও সকল প্রকার পাঠদান বন্ধ রাখা হয়। তবে প্রতিদিন স্কুল পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য খোলা হতো। গত শুক্র-শনিবার স্কুল একেবারেই বন্ধ ছিল। রোববার সকালে ঝাড়ুদার পরিষ্কার করতে গিয়ে ল্যাব রুমের গ্রিল কাটা দেখে।
স্কুলের প্রধান শিক্ষক আবুল হোসেন বলেন, ঝাড়ুদার গ্রিল কাটার খবর জানালে স্কুলে গিয়ে দেখি জানালার গ্রিল কাটা, ২১টি ল্যাপটপ নেই। এছাড়া আরও কিছু মূল্যবান জিনিসপত্র পাওয়া যাচ্ছেনা। স্কুল তো বন্ধ ছিল, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। মামলা করার প্রস্তুতি চলছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.