হিউম্যান মিল্ক ব্যাংক: ধর্মীয় বিতর্কের পর করোনাভাইরাস
জন্মের পর শিশুর জন্য অত্যাবশ্যকীয় মাতৃদুগ্ধ না পাওয়া গেলে তাদের সেই চাহিদা পূরণে ‘হিউম্যান মিল্ক ব্যাংক’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল গত বছরের শেষ দিকে।
বাংলাদেশে প্রথমবারের মতো এই উদ্যোগের খবর শুনে তাতে আপত্তি করেছিলেন ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠনের নেতারা। অন্যান্য ইসলামী দেশেও এ ধরনের উদ্যোগের কথা জানিয়ে তাদের কিছুটা শান্ত করা গেলেও গুরুত্বপূর্ণ এই উদ্যোগ এখন আটকে আছে করোনাভাইরাস মহামারীর কারণে।
এর মধ্যে জন্মের পরই মা হারানো বিপন্ন শিশুর জন্য অন্য মায়ের বুকের দুধ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান জানানো হয়েছে। তাতে সাড়াও মিলেছে। তবে তার বাইরে থেকে যাওয়া আরও বহু শিশুর জন্য কিছু করতে না পারার দুঃখবোধ রয়েছে ‘হিউম্যান মিল্ক ব্যাংক’ প্রতিষ্ঠার উদ্যোক্তাদের মধ্যে।
ঢাকার মাতুয়াইলের সরকারি শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে (আইসিএমএইচ) এ মিল্ক ব্যাংক স্থাপনের জন্য বিদেশ থেকে আনা হয়েছিল আধুনিক যন্ত্রপাতি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.