কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা: ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৭৪৯ জনের মৃত্যু

ইত্তেফাক প্রকাশিত: ০৭ জুন ২০২০, ০৯:২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৭৪৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১৯ লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ লাখ ৯ হাজার ৭৯১ জন। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন প্রায় পাঁচ লাখ মানুষ।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্বে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতির মধ্যেই গত শুক্রবার লকডাউন তুলে দেয়ার জন্য রাজ্য সরকারদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত মার্চের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে করোনায় প্রতিদিন প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হলেও সম্প্রতি দেশটিতে মৃত্যুর সংখ্যা কমে এসেছে। তবে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে যে বিক্ষোভ চলছে সেখান থেকে করোনা ভাইরাস আবারো ব্যাপকভাবে ছড়িয়ে পারতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও