কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনায় আক্রান্ত প্রায় ৬ হাজার পুলিশ

পূর্ব পশ্চিম প্রকাশিত: ০৭ জুন ২০২০, ০৯:২৪

দেশে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে ৫ হাজার ৯৯৯ জনে দাঁড়িয়েছে বলে পুলিশ সদর দপ্তর জানিয়েছে। শনিবার (৬ জুন) পর্যন্ত এসব পুলিশ আক্রান্ত হয়েছে।

পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহসান বলেন, আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে শুধু ঢাকা মহানগর পুলিশেরই (ডিএমপি) রয়েছে ১ হাজার ৮০৯ জন।

তিনি জানান, শনিবার সকাল পর্যন্ত ১৯ পুলিশ সদস্য ও আইন প্রয়োগকারী সংস্থার এক বেসামরিক সদস্য কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন।চিকিৎসক, পুলিশ সদস্য, সশস্ত্র বাহিনী এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং অন্যান্য সংস্থার সদস্যরা করোনাভাইরাসের সম্মুখ যোদ্ধে সারা দেশে দায়িত্ব পালনের সময় আক্রান্ত হচ্ছে। তারা ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে যৌথভাবে কাজ করছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের বলেন, ‘আক্রান্তদের মধ্যে শনিবার সকাল পর্যন্ত ২ হাজার ৪৪৫ জন পুলিশ সদস্য পুরোপুরি সুস্থ হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও