লাদাখ সীমান্তে উত্তেজনা প্রশমনে ভারত-চীনের মধ্যে শুরু হয়েছে সেনা পর্যায়ের আলোচনা। শনিবার দু’দেশের শীর্ষ সেনা কর্মকর্তাদের মধ্যে বৈঠক হলেও কোনও ফলপ্রসূ খবর এখনো আসেনি। আর তা যে এত শিগগিরই আসবেও না, তা পরিষ্কার জানিয়ে দিয়েছে ভারত।
শনিবারের বৈঠকের পর ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনা পর্যায়ে আলোচনার পাশাপাশি লাদাখ সংকট মেটাতে কূটনীতিক আলোচনাও প্রয়োজন। যেহেতু মাত্রই আলোচনা শুরু হয়েছে, তাই এ বিষয়ে কল্পনাপ্রসূত কিছু লেখা থেকে সংবাদমাধ্যমকে বিরত থাকতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা বলছে, ডোকলাম সীমান্ত সংকট সমাধানে দু’পক্ষের সময় লেগেছিল ৭৩ দিন। সেক্ষেত্রে লাদাখের ঘটনাতে অচলাবস্থা কাটাতে আরও বেশি সময় লাগতে পারে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.